নিজস্ব প্রতিবেদক::
জুড়ী উপজেলার নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা মারুফ দস্তেগীর–এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলা শাখার নেতৃবৃন্দ।
শনিবার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে সংগঠনের নেতৃবৃন্দ নবনিযুক্ত ইউএনও -কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এসময় তাঁরা জুড়ী উপজেলার শিক্ষা, সামাজিক উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তালামীযের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা মারুফ দস্তেগীর জুড়ী উপজেলাবাসীর কল্যাণে যেকোনো গঠনমূলক ও ইতিবাচক উদ্যোগে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
জুড়ীরসময়/ডেস্ক/সাইফ
