নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের জুড়ী উপজেলার জনপ্রিয় অনলাইন পোর্টাল জুড়ীরসময় এর ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী ও ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে আদর্শ শিক্ষক সম্মাননা দিয়েছে জুড়ীরসময় পরিবার।
সোমবার ( ২ ডিসেম্বর ) উপজেলা চত্বরের সানাবিল লাইব্রেরীতে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয় ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী। অনুষ্ঠানে জুড়ীরসময়ের পক্ষ থেকে বাছিরপুর ইসলামিয়া ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মো. আবুল হোসাইন আজাদীকে ‘আদর্শ শিক্ষক সম্মাননা’ ও উপহার সামগ্রী প্রধান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুড়ীরসময় এর সম্পাদক আশরাফ আলী। জুড়ীরসময়ের উপসাহিত্য সম্পাদক খালেদ মাসুদের পরিচলনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক মো. আবুল হোসাইন আজাদী, ফ্রান্স প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল ওয়াদুদ তানভীর, এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী আফজাল হোসাইন, দৈনিক মানবজমিনের জুড়ী প্রতিনিধি ইমরানুল ইসলাম, মাইটিভি প্রতিনিধি মনিরুল ইসলাম, আমার দেশ প্রতিনিধি হারিস মোহাম্মদ, সিলেট মিররের হাবিবুর রহমান খান, কালবেলা প্রতিনিধি আদনান চৌধুরী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন
