নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের জুড়ী থেকে সিলেট পর্যন্ত চালু হতে যাচ্ছে বিরতিহীন বাস সার্ভিস। রবিবার (৯ নভেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে এই সার্ভিসের উদ্বোধন হবে।
যাত্রীদের জন্য দ্রুত, আরামদায়ক ও নিরবচ্ছিন্ন ভ্রমণ সুবিধা নিশ্চিত করবে। উদ্বোধনের পর থেকে প্রতি ১ ঘণ্টা পরপর জুড়ী থেকে বাস ছাড়বে বলে জানা গেছে।
বাসগুলো চলাচল করবে জুড়ী ভবানীগঞ্জ বাজার বাস স্ট্যান্ড থেকে বড়লেখা হয়ে সিলেট কদমতলী বাস টার্মিনাল পর্যন্ত।
আধুনিক টুরিজমের আশরাফ আলী বলেন, এই উদ্যোগের মাধ্যমে জুড়ী, বড়লেখা ও আশেপাশের এলাকার যাত্রীদের দীর্ঘদিনের ভ্রমণ-ভোগান্তি কমবে বলে মনে করছি। এই রুটে সরাসরি বাস সার্ভিস আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, অতঃপর তা বাস্তবায়ন হচ্ছে।
উদ্যোক্তারা জানিয়েছেন, যাত্রীরা যেন আরামদায়ক এবং সুন্দর সার্ভিস পান, সেজন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা সকলকে আমাদের এই সার্ভিস নেয়ার আহ্বান জানাই।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন
