নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের জুড়ীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জুড়ী শিশু পার্ক শহীদ মিনার সংলগ্ন মাঠে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়। এরপর জুড়ী শিশু পার্ক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ।
উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জুড়ী উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মারুফ দস্তেগীর, সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার। জুড়ী থানা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন থানার অফিসার ইনচার্জ দিলীপ কান্ত নাথ ও ওসি (তদন্ত) মো. জহিরুল হক।
এছাড়াও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠুসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। পাশাপাশি মুক্তিযোদ্ধা সংসদ, জুড়ী প্রেসক্লাব, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ, আনসার ও ভিডিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা শ্রদ্ধা জানান।
সকাল ৯টায় জুড়ী কলেজ মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার মারুফ দস্তেগীর। এ সময় পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও সালাম গ্রহণ অনুষ্ঠিত হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে চারু কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যের বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মারুফ দস্তেগীর।
দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
জুড়ীরসময়/ডেস্ক/সাইফ
