সিলেট বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় জুড়ী রেঞ্জ কর্মকর্তা নাজমুল হুসাইনের নেতৃত্বে বন বিভাগের একটি টহল দল এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন রাগনা ও পুটিছড়া বিট কর্মকর্তা সহ বন বিভাগের একটি দল। সহযোগিতায় ছিলেন স্থানীয় বেশ কয়েকজন বন জাগিদার (ভিলেজার)। লাঠিটিলা বনটি ইন্দো-বার্মা জীব বৈচিত্র্য হটস্পট। মিশ্র চির সবুজ এ বনে বন্যহাতি ও মহাবিপন্ন উল্লুক সহ রয়েছে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী আবাস্থল।
বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব জুড়ী ইউনিয়নের জামকান্দি গ্রামের কামাল উদ্দিন (৫৫) ও কালা মিয়া অরফে কালা (৬০) নামে স্থানীয় দুই বাসিন্দা দীর্ঘদিন ধরে বনের হাওর জালাই নামক এলাকায় ৩০ একর জমি অবৈধভাবে দখল করে রাখেন। সেখানে তারা পান, লেবু ও মাছের ফিসারি (খামার) তৈরি করেন। বন বিভাগের লোকজন বনের বাসিন্দাদের সহযোগিতায় আজ দিনব্যাপী এই অভিযান চালিয়ে বিকেল সাড়ে ৪ টার দিকে অভিযান সমাপ্তি ঘোষণা হয়েছে।
এ বিষয়ে জুড়ী রেঞ্জ কর্মকর্তা নাজমুল হুসাইন বলেন, লাঠিটিলা বনের ৩০ একর জমি প্রভাবশালীদের দখলে ছিল। তারা বনের যায়গা দখল করে পান লেবু ও মাছের খামার গড়ে তুলেন। এসব পান বাগান, লেবুগাছ ও ফিসারির বাঁধ কেটে দেওয়া হয়েছে। এ ব্যাপারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি বনের অবৈধ দখলের ব্যাপারে এরকম অভিযান অভ্যাহত থাকবে।জুড়ীরসময়/ডেস্ক/হেসাইন