নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের জুড়ীতে ডিবি পরিচয়ে এক যুবককে আটকের অভিযোগ করেছে পরিবার।
বৃহস্পতিবার ( ১ আগস্ট ) দুপুরে উপজেলার ভবানীগঞ্জ বাজার থেকে ওসমান গনি (২৫) নামের এই যুবককে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেয়া হয়েছে। সে ভবানীগঞ্জ বাজারের সংবাদ বিতানের স্বত্বাধিকারী ব্যবসায়ী আবুল কালাম আজাদের ছেলে।
প্রত্যক্ষদর্শী একজন বলেন, ওসমান দোকানে ছিল। একজন এসে জানতে চান আপনার নাম কি ওসমান? সে বলল হ্যাঁ বলতেই আপনার সাথে কথা আছে বলেই গাড়িতে উঠিয়ে নেয় তারা।
আটককৃত ওসমান গনির পিতা আবুল কালাম আজাদ বলেন, জোহরের নামাজ শেষে দোকানে আসে ওসমান। এরমধ্যে থানা থেকে কয়েকজন আসে। ডিবি পরিচয় দিয়ে বলে তাকে নিয়ে যেতে। পাশের একজন গ্রেপ্তারের কারণ জানতে চাইলে তারা বলে সে গত মাসের ১৬ জুলাই কোটা সংস্কারের দাবিতে জুড়ীতে মিছিল করেছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে নেয়া হচ্ছে।
এবিষয়ে জানতে চাইলে জুড়ী থানার অফিসার ইনচার্জ এস এম মাইন উদ্দিন বলেন, ওসমান গণিকে বড়লেখা থানার একটি মামলায় আটক করেছে ডিবি। আপনি বড়লেখা থানায় কল দিলে বিস্তারিত জানতে পারবেন।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন