লাঠিটিলা সংরক্ষিত বনে মিলল ৮ ফুট লম্বা মৃত অজগর

লাঠিটিলা সংরক্ষিত বনে মিলল ৮ ফুট লম্বা মৃত অজগর


বিশেষ প্রতিবেদক::

মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সংরক্ষিত বন থেকে একটি মৃত অজগর উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (৫ অক্টোবর) স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের লোকজন গিয়ে সাপটি উদ্ধার করেন।

বন বিভাগের সঙ্গে কথা বলে জানা যায়, বনের চেলার হান্ডর এলাকায় মৃত অবস্থায় একটি অজগর পড়ে আছে—এমন তথ্যের ভিত্তিতে বিকেল চারটার দিকে বন বিভাগের জুড়ী রেঞ্জের লাঠিটিলা বিটের লোকজন উদ্ধার কর্মে সেখানে যান।

লাঠিটিলার বিট কর্মকর্তা মো. রুমিজ্জামান বলেন, অজগরটি প্রায় আট ফুট লম্বা। মৃত অবস্থায় উদ্ধারের সময় সাপটির পেট ভরা ছিল, স্থানীয়দের মতামত সাপটি কোনো গবাদিপশু খেয়েছে। অজগরটি কীভাবে মারা গেল তাঁরা জানতে পারেননি। তিনি আরও বলেন, অজগরটিকে এখনো মাটিচাপা দেওয়া হয়নি। ঘটনাটি মৌলভীবাজারের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তাদের জানানো হয়েছে। তাঁদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এবং এ ঘটনায় জুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি।

এবিষয়ে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, জিডি গ্রহণে পুলিশের আপত্তি নেই। তাঁরা বন্য প্রাণী বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে জিডি করার পরামর্শ দিয়েছেন।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন