জুড়ী প্রেসক্লাবের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত ও মাস্ক বিতরণ

জুড়ী প্রেসক্লাবের উদ্যোগে মাছের পোনা  অবমুক্ত ও মাস্ক বিতরণ #জুড়িরসময়_bangladesh, #জুড়িরসময় #জুড়ির_সময়_english, #জুড়ির_সময়_epaper, #জুড়ির_সময়_facebook, #জুড়ির_সময়_hd, #জুড়ির_সময়_live, #জুড়ির_সময়_news, #জুড়ির_সময়_online, #জুড়ির_সময়_tv_live, #জুড়ির_সময়_twitter, #জুড়ির_সময়_wikipedia, #জুড়ির_সময়_youtube, #জুড়ির_সময়_টিভি, #জুড়ীর_সময়_bangladesh, #জুড়ীরসময় #জুড়ীর_সময়_english, #জুড়ীর_সময়_epaper, #জুড়ীর_সময়_facebook, #জুড়ীর_সময়_online, #জুড়ীর_সময়_tv, #জুড়ীর_সময়_নিউজ, #জুড়ীর_সময়_সংবাদ, #jurirsomoy, #jurir_somoy_bangla, #jurir_somoy_english, #jurir_somoy_epaper, #jurir_somoy_facebook, #jurir_somoy_fb, #jurir_somoy_kobita, #jurir_somoy_website, #jurir_somoy_wikipedia, #jurir_somoy_youtube, #jurir_shomoy, #jurirsomoy_app, #jurirsomoy_bangla, #jurirsomoy_english,


নিজস্ব প্রতিবেদক::
মুজিব শতবর্ষ উপলক্ষে জুড়ী প্রেসক্লাবের উদ্যোগে সোমবার (২৩ আগষ্ট) উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও করোনা সচেতনতায় বীর মুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্বরে মাস্ক বিতরণ করা হয়েছে। ‌

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন জুড়ী উপজেলা নিবার্হী অফিসার সোনিয়া সুলতানা । এ সময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা কৃষি অফিসার জসিম উদ্দিন, সমাজসেবা অফিসার রাকেশ পাল, মৎস্য অফিসার আবু ইউসুফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আলাউদ্দিন।

পরবর্তীতে করোনা সচেতনতায় বীর মুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্বরে মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস। তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে জুড়ী প্রেসক্লাব মাছের পোনা অবমুক্তকরণ ও মাস্ক বিতরণের যে মহতী উদ্যোগ গ্রহণ করেছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। জনসাধারণকে সচেতন করা, মাস্ক পরিধানে উদ্বুদ্ধকরণ, সামাজিক দূরত্ব মেনে চলাসহ সরকারের বিভিন্ন স্বাস্থ্য বিধি জনগণকে অবহিত করার জন্য তিনি ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
জুড়ী প্রেসক্লাবের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত ও মাস্ক বিতরণ #জুড়িরসময়_bangladesh, #জুড়িরসময় #জুড়ির_সময়_english, #জুড়ির_সময়_epaper, #জুড়ির_সময়_facebook, #জুড়ির_সময়_hd, #জুড়ির_সময়_live, #জুড়ির_সময়_news, #জুড়ির_সময়_online, #জুড়ির_সময়_tv_live, #জুড়ির_সময়_twitter, #জুড়ির_সময়_wikipedia, #জুড়ির_সময়_youtube, #জুড়ির_সময়_টিভি, #জুড়ীর_সময়_bangladesh, #জুড়ীরসময় #জুড়ীর_সময়_english, #জুড়ীর_সময়_epaper, #জুড়ীর_সময়_facebook, #জুড়ীর_সময়_online, #জুড়ীর_সময়_tv, #জুড়ীর_সময়_নিউজ, #জুড়ীর_সময়_সংবাদ, #jurirsomoy, #jurir_somoy_bangla, #jurir_somoy_english, #jurir_somoy_epaper, #jurir_somoy_facebook, #jurir_somoy_fb, #jurir_somoy_kobita, #jurir_somoy_website, #jurir_somoy_wikipedia, #jurir_somoy_youtube, #jurir_shomoy, #jurirsomoy_app, #jurirsomoy_bangla, #jurirsomoy_english,
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুড়ী প্রেসক্লাব সভাপতি তানজির আহমেদ রাসেল, উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ,  সহ-সভাপতি এসএম জালাল উদ্দিন, হারিস মোহাম্মদ, ইমরানুল ইসলাম, জুড়ী উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান শাহীন, প্রেসক্লাব সদস্য মো. জহিরুল ইসলাম প্রমুখ।  ‌

জুড়ীরসময়/ডেস্ক/এস