আজ খুলছে মৌলভীবাজার পলিটেকনিক হোস্টেল; যে সব নির্দেশনা মানতে হবে শিক্ষার্থীদের

আজ থেকে খুলছে মৌলভীবাজার পলিটেকনিক হোস্টেল; যে সব নির্দেশনা মানতে হবে শিক্ষার্থীদের - জুড়ীরসময়
ক্যাম্পাস ডেস্ক::

দীর্ঘদিন বন্ধ থাকার পর মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রাবাস খোলার নির্দেশ দেয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) এ নির্দেশনা দেয়া হয়। 

নোটিশে বলা হয়েছে- মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রাবাসের সকল আবাসিক ছাত্রদের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে , ২ য় , ৪ র্থ , ৬ ষ্ঠ ও ৮ ম পর্ব সমাপনী পরীক্ষা ২০২০ এ অংশগ্রহণের সুবিধার্থে ২ য় ( ইলেকট্রনিক্স এবং ফুড টেকনােলজি ) ও ৬ ষ্ঠ পর্বের আবাসিক ছাত্র আগামী ২০/০২/২০২১ খ্রিঃ তারিখ হতে অত্র ছাত্রাবাসে নিজ নিজ সিটে অবস্থান করার জন্য ছাত্রাবাস খুলে দেওয়া হলাে। 

আজ থেকে খুলছে মৌলভীবাজার পলিটেকনিক হোস্টেল; যে সব নির্দেশনা মানতে হবে শিক্ষার্থীদের - জুড়ীরসময়

ছাত্রাবাসে অবস্থানের ক্ষেত্রে সকল ছাত্রকে অবশ্যই নিম্নোক্ত শর্তাবলী প্রতিপালন করতে হবে:- 

ক . ছাত্রাবাসে নির্দিষ্ট পর্বের পরীক্ষার্থী ( বর্ডার ) ব্যতীত অন্য কোন শিক্ষার্থী অবস্থান করতে পারবেনা । 

খ .  ছাত্রাবাসের অভ্যন্তরে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে । 

গ . সর্বাবস্থায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং স্বাস্থবিধি মেনে চলতে হবে । 

ঘ . পূর্বানুমতি ব্যতীত এক রুমের শিক্ষার্থী অন্য রুমে যেতে বা অবস্থান করা করতে পারবে না । 

হােস্টেল সুপার রেজাউল করিম সাক্ষরিত একটি প্যাডে এ নির্দেশনাটি দেয়া হয়।

জুড়ীরসময়/ডেস্ক/এস