ধর্ষণ মহামারী
-আশিকুর রহমান ইমাদ
করোনার প্রাদুর্ভাবে যেথায় পৃথিবী স্থির।
সেথায় ধর্ষকরা এসে জমালো ভীড়।
ওহে ধর্ষক তোর নেই কি নীড়?
শিক্ষাঙ্গন আজ লজ্জায়
করছে মাথা নিচু।
ধর্ষকদের কি আসে যায়
ওদের মাথা তো উঁচু।
বিবস্ত্র হয় নি নারী!
হয়েছে মাতৃভূমি।
শুনতে কি পাও নি তুমি
সেই হৃদয় বিদারক আহাজারি?
আমরা বাস করছি সেথায়
ঘোষের জন্য প্রাণ হরন করা হয় যেথায়।
হয় এতিম অবুঝ শিশু!
নতুন ইস্যুর নিচে চাপা পরে
কত শত ইস্যু!
অপরাধ করেও বুক ফুলিয়ে বেড়ায়
অপরাধপ্রবণতা আরো বেশি চাপরায়
ভুক্তভোগী বলে বেড়ায়
হবে কি এর বিচার?
আমি নাহি জানি!
হায়-হায় হায়-হায়।
জুড়ীরসময়/ডেস্ক