খেলোয়াড়দের বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল স্থাপন করলো জুড়ী উপজেলা ফাউন্ডেশন

 


নিজস্ব প্রতিবেদক::

জুড়ী উপজেলার টিএন খানম সরকারি কলেজ মাঠে খেলোয়াড়দের নিরাপদ ও বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল স্থাপন করেছে উপজেলা ফাউন্ডেশন নামে একটি সংগঠন।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে এটি স্থাপন করা হয়। 

এতে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম, পশ্চিম জুড়ি ইউনিয়নের সদস্য নাসির উদ্দিন, কোয়াব জুড়ী শাখার সভাপতি আব্দুল আউয়াল, জুড়ী ফুটবল ট্রেনিং একাডেমির সভাপতি সুলতান হোসেন রাজু, বাংলা টিভি প্রতিনিধি জাকির মনির, জুড়ী উপজেলা ফাউন্ডেশনের সভাপতি কামরুল হোসন পলাশ, সাধারন সম্পাদক আমির হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ শাহীন, সহ সাঃ সম্পাদক মামুন মুন্না, হাবিবুল্লা বাহার, অর্থ সম্পাদক সাবেরুজ্জান সুমন, ক্রীড়া সম্পাদক ফারুক আহমেদ, শৃঙ্খলা বিষয়ক সম্পাদক কাউছার আহমেদ, জুড়ী ফুটবল ট্রেনিং একাডেমির সদস্য সোহান সহ প্রমূখ।

উপজেলা ফাউন্ডেশনের সভাপতি কামরুল হোসন পলাশ বলেন, ফাউন্ডেশনের ক্রীড়া সম্পাদক ফারুক আহমেদ ও সদস্য সুলতান মুন্নার অর্থায়নে খেলোয়াড়দের নিরাপদ ও বিশুদ্ধ পানির জন্য এই টিউবওয়েলটি স্থাপন করা হয়।

জুড়ীরসময়/ডেস্ক