ঘন কুয়াশায় বাইক-পিকআপের সংঘর্ষে জুড়ীর ২ যুবকের মৃত্যু

ঘন কুয়াশায় বাইক-পিকআপের সংঘর্ষে জুড়ীর ২ যুবকের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজাররের কুলাউড়া-জুড়ী আঞ্চলিক মহাসড়কে ফলবাহী পিকআপের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়েছেন দুই যুবক। নতুন মোটরসাইকেল চালানো শিখে সড়কে গিয়েই দু'জনের মৃত্যু হয়।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কুলাউড়া উপজেলার আছুরিঘাট এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

নিহতরা হলেন- জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের কামিনীগঞ্জ বাজারের বাসিন্দা নুরু মিয়ার ছেলে রিয়াদুল ইসলাম (১৯) ও একই এলাকার দুলু মিয়ার ছেলে জাবেদ আহমদ (১৯)।

খবর পেয়ে কুলাউড়া থানার পুলিশ নিহতদের মৃতদেহ উদ্ধার করেছে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মো. মনিরুজ্জামান মোল্যা।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন