খলীফা মু'তাছিম বিল্লাহ ও একজন মুসলিম বোনের আত্মচিৎকার



খালেদ মাসুদ::

৮৩৮ খ্রিষ্টাব্দে আব্বাসীয় খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষনাকারী বাবক খুররামের প্ররোচনায় রোমান সম্রাট নাওফিল বিন মিকাইল লক্ষাদিক সৈন্য নিয়ে বেরিয়ে পড়ে মুসলিম ভূখন্ডে আক্রমণ করতে।

প্রথমে জিবাত্রা ও মালাতিয়া ব্যাপক হত্যাকান্ড চালায়। নরনারী, যুবক বৃদ্ধ শিশু কাউকে বাদ দেয় নি ক্রুসেডাররা।তখন খলীফা মু'তাসিম বিল্লাহর নিকট সেই হামলার খবর যায়।সেই সাথে এক মুসলিম বোনের ইতিহাসখ্যাত এক আর্তচিৎকারে সংবাদ যায়।যখন রোমান ক্রুসেডাররা ঐ বোনকে টেনে হিঁচড়ে নিয়ে যায়, তখন ঐ বোন খলীফাকে চিৎকার করে ডাকছিলেন "ওয়া মু'তাসিমাহ,ওয়া মু'তাসিমাহ" বলে।তখন খলীফা তা শোনে প্রতি উত্তরে বলেছিলেন"লাব্বাঈক ইয়া উখতহ"হে বোন আমি হাজির। দ্রুত রন সাজে সেজে উক্ত স্থানে খলিফা স্বসৈন্য নিয়ে যান।কিন্তু খলিফা যাওয়ার আগে রোমান সৈন্যর পালিয়ে যায়।আহত ও শহীদের প্রতি সমবেদনা জানান।

ক্রুব্দ খলীফা এর প্রতিশোধ হিসেবে উক্ত বছরে রমজান মাসে রোমানদের বিরুদ্ধে জিহাদের ঘোষনা দেন।রোমানদের সবচেয়ে শক্তিশালী দুর্গ ও নগরী আমুরিয়াতে হামলা করেন। মাটির সাথে মিশিয়ে দেন সেই শহর। রোমান সম্রাট নওফিল বাইজেন্টাইন রাজধানী কনস্টান্টিনোপলে গিয়ে আশ্রয় নেন। একজন মুসলিম বোনের আত্মচিৎকারের প্রতিশোধ একটা শহর ধ্বংস করে নিয়েছেন খলীফা মু'তাছিম বিল্লাহ। 

কোথায় আজ আমাদের সেই সোনালি দিনের শাসকরা। যারা এক বোনের আত্নচিৎকারের জন্য বইয়ে দিতে পারে সাগর সাগর রক্ত।আজ দেখে যাক কাশ্মীর, আকসা, সিরিয়া, রাখাইন, চেচনিয়া জ্বলছে।স্বার্থানেষী শাসকদের কানে উইঘুরের কান্না যায় না। কখন এ জাতির ঘুম ভাঙ্গবে।

লেখক: শিক্ষার্থী

হাজী আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজ