জুড়ীর রাজমহলে অগ্নিকান্ড: ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি


স্টাফ রিপোর্টার::

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে রাজমহল সুুইটস নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান। এতে ৬০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। 

ঘটনাটি বৃহস্পতিবার রাত ১১ টার দিকে উপজেলার ভবানীগঞ্জ বাজারস্থ হাজী ইনজাদ আলী মার্কেটে ঘটেছে।

দোকান মালিক মিজানুর রহমান বাবলু জানান, রাত সাড়ে ১০টায় দোকান বন্ধ করে বাসয় যাই। এসময় আগুন লাগার খবর পেয়ে ছুটে আসি। আগুন দেখে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা এগিয়ে এসে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রন করেন। পরে কুলাউড়া ও বড়লেখা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নেভায়। এতে ৬০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কুলাউড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বেলায়েত হোসেন বলেন, স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দোকানের একটি ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়।

এদিকে জুড়ী উপজেলার সাধারণ মানুষরা বলছেন, জুড়ীতে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায়, এমন অগ্নিকাণ্ডের সংখ্যা বেড়েই চলছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব একটি ফায়ার সার্ভিস স্টেশন তৈরী করতে হবে। তারা বলছেন, একটি স্টেশন থাকলে গতকালের এতো বড় দুর্ঘটনা থেকে রক্ষা হতো। 


জুড়ীরসময়/ডেস্ক