কবিতাঃ আমি বাংলাদেশ

আমি বাংলাদেশ

-শফিকুল ইসলাম

বনরাজি, নদ-নদী, শ্যামল পাহাড়

রূপের অপূর্ব সমাহার আমার।

আমি প্রকৃতির রূপসী কন্যা

ঐশ্বর্যশালী লাবণ্যময় অনন্যা।

আমি ছায়া-সুনিবিড় শান্তির নীড়

গ্রাম-বাংলার ছোট্ট নদীর তীর।

আমি বাংলাদেশ

আমার কৃষকের হাত

বলিষ্ঠ মুঠিতে ধরে আছে লাঙলের বাট।

আমার দেহে মাখা শহীদের তাজা রক্ত

তাই তো আমি পবিত্র আর শান্ত।

আমি বাংলাদেশ

আমার আছে গ্রীষ্ম, বর্ষা হেমন্ত

আছে শরৎ, শীত আর বসন্ত।

আমি খেয়ালি দুপুরে হঠাৎ হাওয়ার মাতম

আমি শীত কিংবা বর্ষায় একেবারে ভিন্ন রকম।

অকৃপন নীলিমা তার পেয়ালা থেকে

ঢেলে দেয় জোছনার সফেদ স্নিগ্ধতা আমাকে।

আমি বাংলাদেশ

আমার আছে সাহিত্য ভান্ডার

তেজষ্ক্রিয়তায় ভরা তার হুংকার।

আমার আছে লালন-রবীন্দ্রনাথ নজরুল

আছে আল-মাহমুদ মাইকেল জয়নুল।

আমি বাংলাদেশ

আমি আজ লাঞ্চিত ধর্ষিত

ন্যায় বিচার থেকে বঞ্চিত।

অহর্নীশি আমার বুকে কেন এতো হাহাকার

অন্যায় অবিচারের দায় নেবে কে আমার?

বিশ্ব মাঝে আমিই তো ছিলাম নন্দিত

কেন আমি আজ বিশ্ব মাঝে নিন্দিত?

জুড়ীরসময়/ডেস্ক