জুড়ীতে চা শ্রমিকের মাঝে চেক বিতরণ

এইচ আর খাঁন:

মৌলভীবাজারের জুড়ীতে চা শ্রমিকের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। 

বৃহস্পতিবার (১৭সেপ্টেম্বর) সকালে উপজেলা হল রুমে চেক বিতরন করা হয়। 

অনুষ্টানে উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে অনলাইনে প্রধান অতিথির বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এম পি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা বদরুল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্ম্মা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাসুক আহমেদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলে- উপজেলা সমাজসেবা অফিসার রাকেশ পাল, উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশীদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইকবাল ভূইয়া উজ্জ্বল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামীর বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। চা বাগানের শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে এবং আগামিতে ও এ ধরনের উন্নয়ন কাজ অব্যাহত থাকবে।

উপজেলা সমাজ সেবা অফিস সূত্রে জানা যায়, জুড়ী উপজেলার বিভিন্ন চা-বাগানের মোট ৩ হাজার ৪৪৭ জন শ্রমিককে এককালীন ৫ হাজার টাকা করে মোট ১ কোটি ৭২ লক্ষ ৩৫ হাজার টাকা বিতরণ করা হবে। আজ প্রথম পর্যায়ে এ ২৪৬ জনকে চেক দেওয়া হয়।

জুড়ীরসময়/ডেস্ক