৪৫ বছর ইমামতি করে অবসর নিলেন তিনি



 স্টাফ  রিপোর্টার::

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর বড়ডহর জামে মসজিদের সাবেক খতিব হযরত মাওলানা আলহাজ্ব আব্দুল বারী বড় হুজর অবসর গ্রহন করলেন।

৪৫ বছর পর অবসর নেয়া ঐ ইমামকে উনার শিক্ষার্থীদের পক্ষ থেকে  সংবর্ধনাদেয়া হয়।

গতকাল শুক্রবার উত্তর বড়ডহর জামে মসজিদে আয়োজিত মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাহবুবুল আলম বাবুল এর সভাপতিত্বে এবং সহিদুর রহমান পাবেল এর পরিচালনায় বক্তব্য রাখেন, সাগরনাল ইউনিয়নের সাবেক মেম্বার এবং তৈয়মুছ খান, বর্তমান সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, আল ইকরা একাডেমির প্রধান শিক্ষক মাওলানা আব্দুল কাইয়ুম, উত্তর বড়ডহর জামে মসজিদের বর্তমান খতিব হযরত মাওলানা হাফেজ কামরুল ইসলাম। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বড়ডহর হাফিজিয়া মাদরাসা ম্যানেজিং কমিটির সদস্য মাওলানা ক্বারী রিয়াজ উদ্দিন সাহেব। 

এসময় বক্তারা বলেন,  মাওলানা ক্বারী আব্দুল বারী বড় হুজুর দীর্ঘ ৪৫ বছরের উপরে উত্তর বড়ডহর জামে মসজিদের খতিবের পাশাপাশি সকাল বেলা মক্তবে ছাত্র পড়াতেন। দীর্ঘ ৪৫ বছরে হাজার হাজার ছাত্রকে তিনি  কুরআন, হাদীস শিক্ষা দিয়েছেন। উত্তর বড়ডহর পঞ্চায়েতের বর্তমানে জীবিত জনগোষ্ঠীর প্রায় ৮৫ % মানুষ উনার ছাত্র,  যারা উনার কাছে ইসলামি শিক্ষার গোড়াপত্তন করেছেন। 

উত্তর বড়ডহর জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্যসহ বিভিন্ন এলাকার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। 

জুড়ীরসময়/ডেস্ক