স্টাফ রিপোর্টার::
মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সাধারণ আসনের উপ-নির্বাচনে ৪ জন প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
গতকাল শনিবার যাচাই-বাছাই শেষে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. হাফিজুর রহমান তাদের প্রার্থীতা বৈধ ঘোষণা করেন।
প্রার্থীরা হলেন- আব্দুল হাকিম ইমন, শ্যাম সুন্দর রুদ্র পাল, স্বপন বিশ্বাস ও হারিছ আলী। আগামী ৩ অক্টোবর পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করা যাবে ও ২০ অক্টোবর ভোট গ্রহণ করা হবে।
উলেক্ষ্য, এ ওয়ার্ডের ইউপি সদস্য গোপেন্দ্র বিশ্বাস চলতি বছরের ৩১ মার্চ মৃত্যুবরণ করায় এ ওয়ার্ডে উপ-নির্বাচন হচ্ছে।
জুড়ীরসময়/ডেস্ক