২৫ জন শিশুর মধ্যে স্বাস্থ্য সামগ্রী বিতরণ করলো এরাইজ হেল্প ফর চাইল্ড ফাউন্ডেশন - Jurir Somoy



স্টাফ রিপোর্টার::

জুড়ীতে এরাইজ হেল্প ফর চাইল্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে ২৫ জন শিশুর মধ্যে মাস্ক, সেনিটাইজার ও সাবান বিতরণ করা হয়েছে ও শিশুদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে।

আজ সোমবার (১৭ আগস্ট) জুড়ী উপজেলায় শিশুদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মাস্ক, সেনিটাইজার ও সাবান বিতরণ করা হয়েছে।

প্রজেক্ট বাস্তাবায়নে মাঠ পর্যায়ে কাজ ছিলেন সংগঠনটির সিলেট ডিভিশনের কোঅর্ডিনেটর আব্দুল্লাহ আল মাহি আজিজি, মৌলভীবাজার ইউনিটের ডিস্ট্রিক কোঅর্ডিনেটর প্রাঞ্জল দাস, ইয়ূথ ডেভলাপমেন্ট ইউনিটের তোফায়েল আহমেদ কাওছার। তাছাড়া সার্বিক সসহায়তায় ছিলেন ডেপুটি ডিস্ট্রিক কোঅর্ডিনেটর পারিজাত চন্দ্রাননা অর্চি, পার্টনারশিপ ও ব্র্যান্ডিং ইউনিটের ইবরাহিম সাদি, বিজনেস ইউনিটের রুবেল আহমেদ, চাইল্ড ওয়েলফেয়ার ইউনিটের রুপা দাস, হিউম্যান রিসোর্স ইউনিটের জয় কুমার পাল। 

সেচ্ছাসেবীরা বলেন, ভবিষ্যতেও এমন চমকপ্রদ প্রজেক্ট চালিয়ে যাবেন এবং এক্ষেত্রে সকলের দোয়া ও সহযোগীতা একান্ত কামনা করেন।


জুড়ীর সময়/ডেস্ক