জুড়ীতে আল ফালাহ একাডেমির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জুড়ীতে আল ফালাহ একাডেমির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজারের জুড়ী উপজেলার আল ফালাহ ইসলামিক একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) স্কুল মিলনায়তনে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. আজিম উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মো. আশরাফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার শূরা ও কর্ম পরিষদ সদস্য, মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জুড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল হাই হেলাল, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হাই, বড়লেখা মোহাম্মদীয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল কাদির, শাহ নিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজের প্রভাষক মাওলানা আব্দুল মালিক, ভূকশিমইল কলেজের শিক্ষক প্রভাষক জহিরুল ইসলাম সরকার, শাহপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা শামছুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পরিচালনা পর্ষদের সভাপতি মো. নজরুল ইসলাম, সদস্য মুজিবুর রহমান আজিজি, লুৎফুর রহমান সিরাজী, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হাফিজ মাওলানা নজমুল ইসলাম, অভিভাবক মুহাম্মদ আব্দুর রহমান।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন