ইসলামী যুব মজলিস কুলাউড়া উপজেলা শাখার দ্বিবার্ষিক কাউন্সিল সম্পন্ন

ইসলামী যুব মজলিস কুলাউড়া উপজেলা শাখার দ্বিবার্ষিক কাউন্সিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক::

ইসলামী যুব মজলিস কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় কুলাউড়া ইসলামী যুব মজলিসের কার্যালয়ে নবনির্বাচিত সভাপতি নাজিম উদ্দীন তারিফের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ তাহমিদ হুসেন মিরাজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মোঃ এহসানুল হক।

কাউন্সিলে ২০২৫-২৬ সাংগঠনিক সেশনের জন্য নাজিম উদ্দিন তারিফকে সভাপতি ও সৈয়দ তাহমিদ হুসেন মিরাজকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শপথবাক্য পাঠ করান সংগঠনের জেলা সভাপতি মোঃ এহসানুল হক।

কমিটির সহ-সভাপতি পদে মনোনীত হন আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক-এস এম সাহেল, প্রশিক্ষণ সম্পাদক- জুয়েল আহমদ, অর্থ সম্পাদক- তাওহিদুল ইসলাম, প্রচার সম্পাদক- তাহমিদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক - সাকিব আহমদ, অফিস সম্পাদক- শিপার আহমদ, সদস্য- সাফওয়ান আহমদ, মাজহারুল ইসলাম।

সমাপনী অধিবেশনে কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সহ- সভাপতি হাফিজ জয়নাল আবেদীন, কুলাউড়া উপজেলা সভাপতি আখম শাহীন চৌধুরী ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক সৈয়দ আতহার জাকওয়ান, সহ-সভাপতি এম খসরু, সহ- সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন, মুহাম্মদ সিহাব উদ্দিন, প্রকাশনা সম্পাদক খালিদ সাইফুল্লাহ, খেলাফত মজলিস কুলাউড়া উপজেলা সহ-সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, কুলাউড়া পৌর সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সবুজ সহ কাউন্সিলে মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জুড়ীরসময়/তানজিম/হোসাইন