নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের জুড়ীতে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এক বাইসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন কিশোর আহত হয়েছেন।
বুধবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে জুড়ী-ফুলতলা সড়কের বিশ্বনাথপুর ঈদগাহ ময়দানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইছমাইল হোসেন (২৩) সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার নাসির মিয়ার পুত্র। তিনি জুড়ী উপজেলার মধ্য ভোগতেরা জামে মসজিদের ছানি ইমাম এবং জামেয়া ইসলামিয়া জুড়ীর ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জুড়ী শহর থেকে ফুলতলার দিকে দ্রুতগতিতে যাচ্ছিলেন তিন কিশোর মোটরসাইকেল আরোহী। এ সময় ভোগতেরা গ্রামের একটি পার্শ্ব রাস্তা থেকে মূল সড়কে উঠতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন বাইসাইকেল আরোহী ইছমাইল। সংঘর্ষের পর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কুকুর ও গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে একটি কুকুরও মারা যায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইছমাইলকে মৃত ঘোষণা করেন। আহত মোটরসাইকেল আরোহীরা প্রাথমিক চিকিৎসা শেষে বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চলে যান।
জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. রিফাতুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই ইছমাইলের মৃত্যু হয়। অন্যরা চিকিৎসা নিয়ে চলে গেছেন।
জুড়ী থানার এসআই মামুন জানান, দুর্ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও একটি সাইকেল উদ্ধার করা হয়েছে।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন