নিজস্ব প্রতিবেদক::
শুক্রবার (৮ আগস্ট) রাতে এম জেড কমিউনিটি সেন্টারের সংলগ্ন এলাকায় জমকালো আয়োজনে এই রেস্টুরেন্টটির উদ্বোধন করা হয়।
উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহেল উদ্দিন। এছাড়াও জুড়ী নিউমার্কেট জামে মসজিদের ইমাম, স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি এবং নানা শ্রেণিপেশার প্রায় তিন থেকে চার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। উদ্বোধনী আয়োজন ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
স্থানীয় তরুণ উদ্যোক্তা আবু সালেহ মুহাম্মদ নাইম বলেন, “জুড়ীতে মানসম্পন্ন রেস্টুরেন্টের অভাবে অনেকেই পাশের উপজেলাগুলোতে যেতে বাধ্য হতেন। ফুডল্যাবের পর নতুন একটি রুচিশীল রেস্টুরেন্টের জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি। আজ ‘ল্যা জুড়ী ক্যাফে’র উদ্বোধনের মাধ্যমে সেই প্রতীক্ষার অবসান হলো।”
রেস্টুরেন্টটির দুই স্বত্বাধিকারী খালেদ মাসুদ ও আমিনুল ইসলাম তাহসান বলেন, জুড়ীবাসীর চাহিদার প্রতি সম্মান রেখেই আমরা আধুনিক ও পরিবারবান্ধব পরিবেশে মানসম্মত খাবার পরিবেশনের লক্ষ্যে যাত্রা শুরু করেছি। আমরা চাই, ‘ল্যা জুড়ী ক্যাফে’ শুধু একটি রেস্টুরেন্ট না হয়ে জুড়ীর মানুষের আস্থার জায়গা হয়ে উঠুক।”
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ উদ্বোধন উপলক্ষে আগামী ৩ দিন (La Juri Café)র প্রতিটি খাদ্যদ্রব্যে ১০% মূল্যছাড় দেওয়া হবে।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন