ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় ৮ম হলেন কুলাউড়ার তাওহিদুল

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় ৮ম হলেন কুলাউড়ার তাওহিদুল

নিজস্ব প্রতিবেদক::

২০২৪-২৫ সেশনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) ভর্তি পরীক্ষায় সি ইউনিটে ৮ম হলেন কুলাউড়ার ভুকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী তাওহিদুল ইসলাম।

মঙ্গলবার (২৬ আগস্ট) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে সি ইউনিটের বাণিজ্য বিভাগ থেকে তাওহিদুল ইসলাম ৮ম স্থান অর্জন করে। সে কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের বাদে ভুকশিমইল নোয়াকোনা এলাকার প্রবাসী নানু মিয়ার ছেলে। ৩ ভাই ও ২ বোনের মধ্যে ৩য় সে।

মেধাবী শিক্ষার্থী তাওহিদুল ইসলাম ছাত্রশিবিরের ভুকশিমইল ইউনিয়নের পশ্চিম অঞ্চলের সভাপতি। সে বাদে ভুকশিমইল আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২০২২ সালে এসএসসি ও ২০২৪ সালে ভুকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়।

জুড়ীরসময়ের কাছে এক প্রতিক্রিয়ায় তাওহিদুল ইসলাম জানান, সবকিছুর জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। আমার এই পথচলাতে আমার পরিবার, আত্মীয়- স্বজন এবং সংগঠন অনুপ্রেরণা দানকারী হিসেবে পাশে ছিল। আমার জীবনের পরবর্তী ধাপ গুলোতে যেন সফলতার সাথে উত্তীর্ণ হয়ে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত থাকতে পারি, সেই কামনা করছি।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন