নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের জুড়ীতে আল ইহসান ফাউন্ডেশন'র উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ বাছাইকৃত শিক্ষার্থীদেরকে নিয়ে সংবর্ধনা ও ভর্তি বাবদ নগদ বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
জায়ফরনগর ইউনিয়নের ৭, ৮ ও ৯ ওয়ার্ডের চারটি শিক্ষা প্রতিষ্ঠান মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়, বেলাগাঁও উচ্চ বিদ্যালয়, জাঙ্গীরাই দাখিল মাদরাসা এবং নয়গ্রাম শিমুলতলা দাখিল মাদ্রাসার সর্বোচ্চ রেজাল্টধারী ২১ জন শিক্ষার্থীদের ক্রেস্ট ও ভর্তি বাবদ ২ হাজার ৫শত টাকা বৃত্তি প্রদান করা হয়।
শনিবার (১৬ আগষ্ট) জাঙ্গীরাই দাখিল মাদ্রাসার অডিটোরিয়ামে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল ইহসান ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মুজিবুর রহমান আজিজি, জাঙ্গীরাই দাখিল মাদ্রাসা কমিটির সভাপতি হাবিবুর রহমান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ইসহাক আলী, নয়াগ্রাম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মাওলানা আব্দুর কাদের, বেলাগাঁও উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম, জাঙ্গীরাই মাদ্রাসার সুপার মাওলানা রহিম সরকার, বেলাগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ আলী, শিক্ষক কামাল, সমাজ সেবক জহিরুল ইসলাম, প্রকৌশলী জাকির আহমেদ, শিক্ষানূরাগী হাবিবুর রহমান মুরাদ সহ বিভিন্ন গণ্য মান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠান সম্মিলীত সঞ্চালনা করেছেন আল ইহসান ফাউন্ডেশনের সম্মানিত সম্পাদক জনাব ফজলুর হক, সাইফুল ইসলাম শাহী।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আল ইহসান ফাউন্ডেশনের সহ-সভাপতি জহিরুল ইসলাম সরকার, ও সাধারণ সম্পাদক শিক্ষক জনাব মনসুর ইসলাম পলাশ।
আল ইহসান ফাউন্ডেশনের কমিটির লোকজন বলেন, অত্র এলাকার শিক্ষার্থীদের পড়াশোনা মান উন্নয়নে আল ইহসান বদ্দপরিকর। পড়াশোনার পাশাপাশি এলাকাবাসীর সকল বিপদ আপদে পাশে থাকার জন্যই আমাদের যাত্রা। আল ইহসান ফাউন্ডেশন এলাকার শিক্ষার্থীদের পাশে থেকে সর্বপ্রকার সহযোগিতার মাধ্যমে অত্র এলাকায় একটি শিক্ষিত ও উন্নত সমাজ গঠনের স্বপ্ন দেখেন। তাদের স্বপ্ন পূরণের জন্য যা যা প্রয়োজন তারা সর্বস্ত্র করার চেষ্টা করবেন, ইন শা আল্লাহ।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন