বড়লেখায় সাবেক চেয়ারম্যান মরহুম শামসুল ইসলামের স্মরণে শোকসভা অনুষ্ঠিত

বড়লেখায় সাবেক চেয়ারম্যান মরহুম শামসুল ইসলামের স্মরণে শোকসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ইটাউরী হাজী ইউনুস মিয়া উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ও নিজবাহাদুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব শামসুল ইসলাম (ইজ্জাই মিয়া) এর স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট)  দুপুরে ইটাউরী হাজী ইউনুচ মিয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় হলরুমে এই সভার আয়োজন করা হয়। সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিনের সভাপতিত্বে ও  শিক্ষক মিফতা উদ্দিন লিটনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নিজবাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান ময়নুল হক।

শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন আব্দুর রহিম।
সভায় অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাওলানা আব্দুল মাজেদ, ইটাউরী মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ওয়াসিক উদ্দিন, শাহবাজপুর স্কুল এন্ড কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক আক্তারুজ্জান সাদেক, স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি মিছবাহুল হক মিনু, বড়লেখা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কাজী রমিজ উদ্দিন, ইউপি সদস্য এমরানুল হক বাবু, ম্যানেজিং কমিটির সদস্য এমদাদুর রহমান, বিহাইডহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবলু মিয়া, কমিটির সদস্য জয়নাল আবেদীন, কমিটির সদস্য নজরুল ইসলাম নিলু, মোস্তফা উদ্দিন মাখন, এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি শাহজাহান, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, সহকারী প্রধান শিক্ষক ওয়াহিদুল হক এপলু, শিক্ষার্থী জিলান বিন মিফতাহ ও তাসমিয়া মেহজাবিন।

সভায় বক্তারা মরহুম আলহাজ্ব শামসুল ইসলামের কর্মময় ও বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন। মোনাজাত ও দোয়ার মাধ্যমে শোক সভা সমাপ্ত হয়।

উল্লেখ্য, ইটাউরী হাজী ইউনুচ মিয়া উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ও নিজবাহাদুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব শামসুল ইসলাম (ইজ্জাই মিয়া) গত ১৯ জুলাই যুক্তরাজ্যের শেফিল্ডে ইন্তেকাল করেন। জানাজা শেষে তাকে সেখানেই দাফন করা হয়।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন