৮ দফা দাবি নিয়ে "কুলাউড়ার সর্বস্তরের ট্রেন যাত্রী"র মানববন্ধন

৮ দফা দাবি নিয়ে "কুলাউড়ার সর্বস্তরের ট্রেন যাত্রী"র মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজারের কুলাউড়ায় সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে বিশেষ ট্রেন চালু, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কারসহ ৮ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) কুলাউড়া জংশন রেলস্টেশন চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ যাত্রীরা অংশ নেন।

"কুলাউড়ার সর্বস্তরের ট্রেন যাত্রী" নামের আন্দোলনের ব্যানারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সাংবাদিক ও আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি অ্যাড. নওয়াব আলী আব্বাস খান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাড. এ এন এম আবেদ রাজা, কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক রেদোয়ান খান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, পৌর জামায়াতের সভাপতি রুহুল আমিন রইয়ব, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারি সুহেল, ছাত্র ইউনিয়ন নেতা ফয়জুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি শামীম আহমদ।

৮ দফা দাবিগুলো

১. সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রুটে বিশেষ ট্রেন চালু

২. আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েল গেজ ডাবল লাইনে উন্নীতকরণ।

৩. আখাউড়া-সিলেট রেল সেকশনে অন্তত একটি লোকাল ট্রেন চালু।

৪. সেকশনটিতে বন্ধ স্টেশনগুলো পুনরায় চালু।

৫. কুলাউড়া জংশন স্টেশনে বরাদ্দ আসনসংখ্যা বৃদ্ধি।

৬. কালনী ও পারাবত এক্সপ্রেস ট্রেনের আজমপুরের পর ঢাকা অভিমুখী স্টেশনগুলোর যাত্রাবিরতি বাতিল।

৭. ট্রেনের শিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন সংযুক্ত করা।

৮. যাত্রী অনুপাতে অতিরিক্ত বগি সংযোজন।

এ কর্মসূচিতে কুলাউড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ ট্রেনযাত্রীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।

জুড়ীরসময়/তানজিম/হোসাইন