বিশেষ প্রতিবেদক::
মিটফোর্ড, চাঁদপুর ও বরিশালসহ সারা দেশে চলমান চাঁদাবাজি, সন্ত্রাস ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মৌলভীবাজারের জুড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জুলাই) দুপুরে জুড়ী উপজেলা কলেজ প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই মিছিলে শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মিছিল পরবর্তী কলেজ ফটকে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। যেখানে শিক্ষার্থীরা সাম্প্রতিক সহিংস ঘটনাবলীর তীব্র নিন্দা জানান এবং এসবের বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আল মাহমুদ আজিজি। তিনি বলেন, "৩৬ জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার জন্য একটি কুচক্রী মহল নানা পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। চাঁদাবাজি, হত্যা, হামলা-কোনো ধরনের অপরাধ নেই যা তারা করছে না। এদের এমন আওয়ামী ফ্যাসিবাদী ও জাহিলিয়াতি কর্মকাণ্ড ছাত্রসমাজ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।"
এমরানুল ইসলাম বলেন, "সারা দেশে বিচারবহির্ভূত হত্যা, চাঁদাবাজি ও দখলদার বাহিনীর নৃশংস কর্মকাণ্ডে দেশব্যাপী অস্থিরতা ছড়িয়ে পড়েছে। এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ডের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে আমরা ইন্টেরিম সরকারকে আহ্বান জানাই- এসব অপরাধীদের কঠোরভাবে দমন করুন।"
তিনি বলেন, এইসব সন্ত্রাসী ও দখলবাজদের বিরুদ্ধে সুশাসনের আওতায় কঠোর ব্যবস্থা না নিলে ছাত্র সমাজ রাজপথে থেকে এর জবাব দেবে। তারা ন্যায়বিচার ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠার দাবি জানান।
জুড়ীরসময়/ডেস্ক/মাহি