বড়লেখায় মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১

বড়লেখায় মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজারের বড়লেখায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মোন্না আহমদ (২৫) নামের একজন যুবকের মৃত্যু হয়েছে। এঘটনায় রাজু আহমদ নামের একজন গুরুতর আহত হয়েছেন। তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (০৭ মে) দুপুরে উপজেলার দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়নের রতুলি বাজারে ঘটনাটি ঘটে। দূর্ঘটনায় নিহত মোন্না আহমদ উপজেলার সুজানগর ইউনিয়নের পূর্ব বড়থল গ্রামের ফয়জুল হকের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোন্না ও রাজু মোটরসাইকেলে ছিল। গাড়ির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রতুলি বাজারের একটি মার্কেটের পিলারে গিয়ে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোন্নার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোন্নাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় গুরুতর আহত রাজু আহমেদ চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

বড়লেখার থানার এস আই নিউটন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন