জুড়ীতে ঋণ খেলাপী মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

জুড়ীতে ঋণ খেলাপী মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজারের জুড়ীতে ঋণ খেলাপী মামলায় ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সেফুল আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৭ মে)  রাতে ফুলতলা বাজার থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সেফুল ফুলতলা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। সে ইউনিয়নের কোনাগাঁও গ্রামের জিতু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সেফুলের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা রয়েছে।  এই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা ছিল।

জুড়ী থানার অফিসার ইনচার্জ মোরশেদুল আলম ভুঁইয়া জানান, সেফুল আহমদের বিরুদ্ধে পরোয়ানা থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন