নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার শিলুয়া স্কুল অ্যান্ড কলেজ, হাজী আপ্তাব উদ্দিন ও আমিনা খাতুন কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান স্বাক্ষরিত প্যাডে এসব কমিটির অনুমোদন দেওয়া হয়।
২৫ মে (রবিবার) অনুমোদিত প্যাডে নির্দেশ দিয়ে বলা হয়, আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার জন্য।
শিলুয়া স্কুল এন্ড কলেজ কমিটিতে সভাপতি পদে ইমরান হোসেন, সিনিয়র সহ-সভাপতি সুফিয়ান হোসেন, সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিন মিয়া, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ ও সহ সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ।
হাজী আপ্তাব উদ্দিন ও আমিনা খাতুন কলেজে সভাপতি পদে হোসাইন আহমদ, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান, সহ-সভাপতি হুমায়ুন কবির রিফাত, সাধারণ সম্পাদক নাহিদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক হাসনাত আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক আরিফ ভূঁইয়া, প্রচার সম্পাদক নাজিম আহমদ ও দপ্তর সম্পাদক মোস্তাক হোসেন।
জুড়ীরসময়/ডেস্ক/সাইফ