নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় তরুণদের উদ্যোগে "মাসিক জুড়ী" নামের নতুন ম্যাগাজিনের পাঠ উন্মোচন করা হয়েছে।
শনিবার ( ১০ মে ) সন্ধ্যায় উপজেলা চত্বর চৌমুহনীতে সানাবিল লাইব্রেরিতে 'মাসিক জুড়ী'র নির্বাহী সম্পাদক আব্দুল্লাহ জহুরির সঞ্চালনায় অতিথি থেকে বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া।
অনুষ্ঠানে অতিথি ও লেখকগণ "মাসিক জুড়ী" নিয়ে তাদের অভিমত ব্যক্ত করেন। তারা বলেন, তরুণদের এই উদ্যোগ প্রশংসার দাবিদার। তাদের এই প্রকাশনার মাধ্যমে মানুষ জুড়ী উপজেলাকে জানবে, জুড়ী নিয়ে লোকজন তাদের ইচ্ছে-ভাবনা-পরিকল্পনা প্রকাশ করবে, জুড়ীর সমস্যা সম্ভাবনা নিয়ে আলোচনা করবে। আমরা আশাকরি এটি হবে জুড়ীকে বিশ্বমঞ্চে পরিচিত করার অন্যতম মাধ্যম।
এ-সময় বক্তব্য দেন আল আমিন তালুকদার, মানবজমিনের জুড়ী উপজেলা প্রতিনিধি ও মাসিক জুড়ী'র উপদেষ্টা ইমরানুল ইসলাম, বইপোকা সিলেট গ্রুপের শাখাওয়াত হোসাইন সাকিল, আশরাফুজ্জামান রিশাদ, মোস্তাক আহমদ, খালেদ মাসুদ, 'মাসিক জুড়ী'র সম্পাদক শাহান হোসেন, আব্দুর রহমান মিসবাহ ও খোর্শেদ আলম।
অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, হাসানুজ্জামান শোয়েব, আদনান চৌধুরী, আবিদ হোসাইন, দেলওয়ার হোসেন।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন