জুড়ীতে ড্রেজারে বালু উত্তোলন বন্ধে মানববন্ধন

জুড়ীতে ড্রেজারে বালু উত্তোলন বন্ধে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজারের জুড়ী উপজেলার খেয়াঘাট ব্রীজ থেকে ভরাডহর কয়লারঘাট ব্রীজ পর্যন্ত এলাকায় ড্রেজার দিয়ে অবাধে বালু উত্তোলনের ফলে নদীভাঙন, রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হওয়াসহ কৃষিজমি ও বসতভিটা হুমকির মুখে পড়েছে। এই অবস্থার প্রতিবাদে এলাকাবাসী, শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার শিলুয়া খেয়াঘাট এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুর রহামান, ষোলপনি ঈদগাহের ইমাম মাওলানা সায়েম উদ্দীন, শ্রমিক কল্যাণ ফেডারেশন জুড়ী শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারি আব্দুর রহমান ও নির্মাণ শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. ফয়সল আহমদ।

এছাড়াও বক্তব্য রাখেন এলাকার সমাজসেবক মখলেছুর রহমান, আলিম উদ্দিন, গিয়াস উদ্দিন, জামিল উদ্দিন, জুনেদ আহমদ এবং ছাত্র প্রতিনিধি হাসানুজ্জামান শোয়েব প্রমুখ।

বক্তারা বলেন, অবিলম্বে এই এলাকায় বালু উত্তোলন বন্ধ এবং সংশ্লিষ্ট মৌজা বাতিল না করলে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা। বক্তারা অভিযোগ করেন, বালু উত্তোলনের ফলে ব্রিজ ও বেড়িবাঁধ ঝুঁকির মুখে, নদীর গতিপথ পরিবর্তন হয়ে জনপদের উপর আঘাত হানছে, যা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি।

নায়েবে আমির মাওলানা আব্দুর রহামান বলেন, “ব্রীজ রক্ষার্থে যদি সরকার ২ কিলোমিটার এলাকায় বালু উত্তোলন বন্ধ করতে পারে, তাহলে বাকি ৫০০-৭০০ মিটার এলাকায়, যেখানে একটি পুরো গ্রাম নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা—সেখানে কেন বন্ধ করা যাবে না? আমি এলাকাবাসীর দাবির সাথে একাত্মতা প্রকাশ করছি এবং আগামী ইজারা কার্যকর হওয়ার আগেই এই দুই ব্রীজের মধ্যবর্তী এলাকার মৌজা বাতিল করে স্থায়ীভাবে বালু উত্তোলন বন্ধের দাবি জানাচ্ছি।”

জুড়ীরসময়/কেআ/সাইফ