নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জুড়ী উপজেলা শাখার অন্তর্গত ৬টি ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন আগামী ২ মে থেকে ১৫ই মে’র মধ্যে অনুষ্ঠিত হবে।
নির্বাচনী তফসিল অনুযায়ী, শনিবার (২৬ এপ্রিল) দিনব্যাপী জুড়ী কলেজ রোডস্থ উপজেলা বিএনপি কার্যালয়ে ছয়টি ইউনিয়ন থেকে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন কমিশনের আহ্বায়ক ডা. মোস্তাকিম হোসেন বাবুল, সদস্য সচিব মোহাম্মদ নজরুল ইসলাম এবং সদস্য মো. আব্দুল মালিক মনোনয়নপত্র গ্রহণ করেন।
২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ শেষে আগামী ২রা মে ফুলতলা ইউনিয়ন, ৩রা মে সাগরনাল ইউনিয়ন, ৪ঠা মে গোয়ালবাড়ি ইউনিয়ন, ১৩ই মে পূর্ব জুড়ী ইউনিয়ন, ১৪ই মে পশ্চিম জুড়ী ইউনিয়ন এবং ১৫ই মে জায়ফরনগর ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৬ টি ইউনিয়নে বিএনপি’র সম্মেলনকে ঘিরে প্রার্থী, ভোটার ও সাধারণ নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। উপজেলার ছয়টি ইউনিয়নের প্রত্যেকটিতে তিনটি পদের বিপরীতে ৫৩ প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। যাচাই-বাছাই, আপীল গ্রহণ ও শুনানী শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
ছয়টি ইউনিয়নের মধ্যে ফুলতলা ইউনিয়নে সভাপতি পদে ৪ জন প্রার্থী হলেন সাবেক মেম্বার মাসুক মিয়া, বিএনপির সাবেক সভাপতি সোহাগ মিয়া, বিএনপির সদস্য সচিব জামাল উদ্দিন সেলিম ও সাবেক সদস্য আব্দুল জলিল। সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী হলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ গফুর মারুফ, বিএনপি’র সাবেক সদস্য আকদ্দছ আলী, সাবেক মেম্বার সিদ্দিকুর রহমান ও স্বপন মল্লিক। সাংগঠনিক সম্পাদক পদের ২ জন প্রার্থী হলেন বিএনপি’র সাবেক সদস্য তজমুল আলী ও আব্দুল কুদ্দুস।
সাগরনাল ইউনিয়নে সভাপতি পদে ৩ জন প্রার্থী হলেন সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমদাদুল ইসলাম চৌধুরী লিয়াকত, ইউনিয়ন যুবদল সভাপতি আব্দুল লতিফ ও ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইদ্রিস আলী। সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী হলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহিন আহমেদ রুলন, প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক শরফ উদ্দিন এবং আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মতিন মাকিম।
সাংগঠনিক সম্পাদক পদের ৩ জন প্রার্থী হলেন বিএনপি নেতা আমির হোসেন, জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহমেদ জামাল ও ছাত্রদল নেতা ফারুক আহমেদ।
গোয়ালবাড়ী ইউনিয়নে সভাপতি পদে ২ জন প্রার্থী হলেন বিএনপি’র সাবেক ওয়ার্ড সভাপতি রিয়াজ উদ্দিন ও বিএনপি নেতা সিরাজ উদ্দিন বটন। সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী হলেন ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল আহমেদ (হাজী সোহেল) এবং বিএনপি নেতা আবুল হোসেন।
সাংগঠনিক সম্পাদক পদের ২ জন প্রার্থী হলেন ইউনিয়ন আহবায়ক কমিটির সদস্য চান্দ আলী মসু ও বিএনপি নেতা জমির উদ্দিন।
পূর্ব জুড়ী ইউনিয়নে সভাপতি পদে ৩ জন প্রার্থী হলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাজী মুয়িদ আলী নামর, বিএনপি নেতা হারুন মিয়া এবং পূর্ব জুড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবুল হোসেন।
সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী হলেন ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক সহিবুর রহমান তুয়েল ও বিএনপি নেতা সুজন মিয়া। সাংগঠনিক সম্পাদক পদের ২ জন প্রার্থী হলেন ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি নেতা জাইন উদ্দিন এবং ১নং ওয়ার্ড সদস্য নুর উদ্দিন।
পশ্চিম জুড়ী ইউনিয়নে সভাপতি পদে ৪ জন প্রার্থী হলেন ইউনিয়ন কমিটির সাবেক আহ্বায়ক আব্দুছ সবুর, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজা, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছমছু মিয়া এবং ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য বাদশা মিয়া। সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী হলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ইউনিয়ন কমিটির সদস্য সচিব সিরাজুল ইসলাম (ভারপ্রাপ্ত চেয়ারম্যান), ইউনিয়ন যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন এবং কৃষকদলের জসিম উদ্দিন।
সাংগঠনিক সম্পাদক পদের ৪ জন প্রার্থী হলেন ইউনিয়ন বিএনপি’র ৩নং ওয়ার্ড সদস্য জসিম উদ্দিন, বিএনপি নেতা হারুনুর রশিদ, ইউনিয়ন আহবায়ক কমিটির সদস্য হেলাল উদ্দিন এবং বিএনপি নেতা আব্দুল হেকিম।
জায়ফরনগর ইউনিয়নে সভাপতি পদে ৪ জন প্রার্থী হলেন উপজেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ও জায়ফরনগর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ইসহাক আলী, উপজেলা বিএনপি’র সদস্য ফাতির আলী, সাবেক মেম্বার আজাদ মিয়া এবং মোঃ আপ্তাব আলী। সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী হলেন উপজেলা বিএনপির সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, বিএনপি নেতা নুরুল ইসলাম জুবেল এবং উপজেলা কৃষক দল নেতা সিরাজুল ইসলাম তুলা। সাংগঠনিক সম্পাদক পদের ৪ জন প্রার্থী হলেন বিএনপি নেতা গিয়াস উদ্দিন, চিকন আলী, বিল্লাল হোসেন ও স্বেচ্ছাসেবক দল নেতা সেবুল মিয়া।
জুড়ীরসময়/ডেস্ক/সাইফ