মৌলভীবাজার এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৫ ফেব্রুয়ারী শুরু হয়ে ৮ ফেব্রুয়ারী পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।
বিদ্যালয়ের পরিচালক ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির এর সভাপতিত্বে বয়েজ ক্যাম্পাসে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সৈয়দ ফজলুুল্লাহ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুস সামাদ মিয়া ও বিদ্যালয়ের সাবেক পরিচালক ইঞ্জিনিয়ার হিরাজ আলী শাহ।
এদিকে গার্লস ক্যাম্পাসে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: তাজ উদ্দিন, পিটিআই ইন্সট্রাক্টর (জেনারেল) রিতু আক্তার ও শাহ মোস্তফা দাখিল মহিলা মাদরাসার ভাইস প্রিন্সিপাল সেলিনা আক্তার মনি।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হাবিবুর রহমান হারিছ, কো-অর্ডিনেটর রেজুয়ানা আক্তার, শবনম রশীদ এবং মরিয়ম বেগম।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত বক্তব্য, দৌঁড় প্রতিযোগিতা, চকলেট দৌঁড়, দড়ি লাফ, বেলুন উড়ানো, আলু কুড়ানো, মোরগ লড়াই সহ বিভিন্ন প্রতিযোগিতা বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
গার্লস এবং বয়েজ ক্যাম্পাসে এবারে প্রথম আলাদা আলাদা ইভেন্ট আয়োজন করা হয় এবং পৃথকভাবে দুই ক্যাম্পাসে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিথিরা শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক মানোন্নয়নে গুরুত্বারোপ করেন।
জুড়ীরসময়/ডেস্ক/আবিদ