বিশেষ প্রতিবেদক::
মৌলভীবাজারের জুড়ীতে চতুর্থবারের মতো 'জুড়ী ১০k মিনি ম্যারাথন’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৮ ফেব্রুয়ারি।
২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতি বছর এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আবারও এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
জানা যায়, এই ইভেন্ট ১০ কিলোমিটারের ফান রান। যা জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে বাছিরপুর-দাসেরবাজার রাস্তায় ৫ কিলোমিটার গিয়ে ইউটার্ন নিয়ে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ হবে। প্রতিযোগিতার প্রতিযোগীরা ওইদিন সকাল ৭টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপস্থিত হবেন। এরপর ভোর সাড়ে ৭টায় ১০ কিলোমিটারের রান শুরু হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর সংখ্যা ১৫০ জন (শুধু মাত্র পুরুষ)।
আয়োজক সংস্থা আরও জানায়, ম্যারাথনে ৮টি ওয়াটার পয়েন্টের মাধ্যমে দৌড়বিদদের জন্য পানি সরবরাহ করা হবে। এছাড়াও সঙ্গে ১টি অ্যাম্বুলেন্স, মেডিক্যাল টিম এবং অসংখ্য স্বেচ্ছাসেবক সহযোগিতা করবেন।
জুড়ী মিনি ম্যারাথন এর রেজিষ্ট্রেশন ফি ৩৩০৳। অংশগ্রহনকারী সকলের থাকবে জার্সি, ফিনিসার মেডেল সহ বিভিন্ন সেবামূলক ব্যবস্থা। রেজিষ্ট্রেশনের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারী ২০২৫।
জুড়ীরসময়/স্পন্দন/সাইফ