নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার চারটি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীরা হলেন, মৌলভীবাজার-১ আসন (জুড়ী-বড়লেখা) থেকে সংসদ সদস্য পদে মনোনীত হয়েছেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, মৌলভীবাজার-২ (কুলাউড়া) থেকে জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ইঞ্জিনিয়ার শাহেদ আলী, মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) থেকে জেলা জামায়াতের সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আব্দুল মান্নান, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) থেকে সিলেট মহানগর জামায়াতের সহকারি সেক্রেটারি ও ছাত্রশিবিরের সিলেট মহানগরের সাবেক সভাপতি এডভোকেট আব্দুর রব।
এদিকে জামায়াতের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রার্থী তালিকা চুড়ান্ত হওয়ায় জামায়াতের সমর্থকদের মধ্যে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা।
জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামীর আলী জানান, বৃহস্পতিবার রাত ৯টায় সিলেট বিভাগের অনলাইনে দায়িত্বশীল সমাবেশে কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের সিলেটের ১৯টি আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
তিনি জানান, স্থানীয় মতামত ও মাঠপর্যায়ের জরিপের ভিত্তিতে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। আমরা অন্যান্য দলের মতো প্রার্থী দেই না। মনোনয়ন নিয়ে আমাদের মধ্যে গ্রæপিং হয় না। নির্বাচন কোন সময় হবে, সেটা নিয়ে জামায়াতে ইসলামী বসে থাকে না। নির্বাচনী প্রচারণা ও তৃণমূলের মানুষের কাছে গিয়ে তাঁদের দুঃখদুর্দশা ভাগাভাগি করে নেওয়াটা আমাদের দলের নেতাদের নিয়মিত কাজ।
জুড়ীরসময়/ডেস্ক/আবিদ