নিজস্ব প্রতিবেদক::
মাহে রমজানকে স্বাগত জানিয়ে জুড়ীতে উপজেলা জামায়াতে ইসলামী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) জুড়ী বাসস্ট্যান্ড জামে মসজিদ থেকে শুরু হয়ে মিছিলটি। পরে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে বিজিবি ক্যাম্পের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
এসময় জুড়ী উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি আজিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান।
এসময় তিনি বলেন, সবাইকে রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার আহ্বান জানান।
মিছিলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জুড়ীরসময়/খালেদ/সাইফ