নিজস্ব প্রতিবেদক::
দেশের শীর্ষ স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আশরাফ আলী।
বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকাপোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার স্বাক্ষরিত নিয়োগপত্রে ২৬ জানুয়ারি ২০২৫ থেকে মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
আশরাফ আলী সিলেট বিভাগের আঞ্চলিক দৈনিক সিলেট মিররের মৌলভীবাজার প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তিনি জুড়ী উপজেলার অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জুড়ীরসময়ের সম্পাদকের দায়িত্বও পালন করছেন।
এর আগে আশরাফ আলী দেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল সহ বিভিন্ন প্রিন্ট পত্রিকায় কাজ করেছেন। এছাড়াও তিনি মৌলভীবাজার প্রেসক্লাবের কার্যনির্বাহি পরিষদ সদস্য পদে চলতি দায়িত্ব পালন করছেন।
তিনি পেশাগত কাজে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। আশরাফ আলীর সাথে যোগাযোগের মোবাইল নাম্বার ০১৭৭১৮৭৮০৮৭ ও ইমেইল ashrafpressmb@gmail.com ।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন