নিজস্ব প্রতিবেদক::
সৈনিক শহীদ মিয়ার সহধর্মিণী ও জয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেলী বেগমের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সিনিওর ওয়ারেন্ট অফিসার(অসিইউ) আতিকুর রহমান ও তার নেতৃত্বে একটি টিম।
মোজাম্মিল হক অপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ একেএম শাহজালাল, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বকস, মহতোছিন আলী ঊচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর প্রধান শিক্ষক ফয়জুর রহীম সুরুক, সারওয়ার আলম বেলাল, আশরাফুল ইসলাম আবুল, সাংবাদিক জসীম চোধুরী প্রমূখ।
উদ্ভোধনী খেলায় মুখোমুখি হয় সুরমা স্পোর্টিং ক্লাব ও মতিগঞ্জ ওয়ারিয়র্স।
প্রধান অতিথি কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন বলেন, সেনাবাহিনীর দেশপ্রেম অতুলনীয়। যখনই দেশে কোনো দূর্যোগ এসেছে, জাতির ক্রান্তিলগ্নে সেনাবাহিনী এগিয়ে এসেছে। আইভোরিকোস্ট বাংলাদেশ সেনাবাহিনী প্রচুর সুনাম অর্জন করেছে। অইখানের অনেক মানুষ আছে যারা বাংলা ভাষাকে তাদের একটি ভাষা হিসেবে বেছে নিয়েছে। এটার পুরো অবদান বাংলাদেশ সেনাবাহিনীর। আমি সৈনিক শহীদের আত্মার মাগফিরাত কামনা করি।
তিনি আরো বলেন, আমি টুর্ণামেন্ট আয়োজকদের ধন্যবাদ জানাই। বর্তমানে যুব সমাজ নানা ধরণের মাদকাসক্ত হয়ে যাচ্ছে। এইরকম খেলাধুলার আয়োজন যুব সমাজকে ওই সকল খারাপ কাজ থেকে ফিরিয়ে আনতে সক্ষম।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন