শুভ গোয়ালা::
বিভিন্ন তথ্যমতে বাংলাদেশে ৪১টি নৃগোষ্ঠীর ভাষা জীবিত রয়েছে। এদের মাঝে প্রায় ১৪টি ভাষা হারিয়ে যাওয়ার পথে । যার অধিকাংশ ভাষা-ভাষির মানুষ মৌলভীবাজার জেলার কুলাউড়া সহ অনান্য উপজেলায় বসবাস করেন।
প্রায় শতবছর বয়সী যমুনা প্রসাদ বলেন, এখন সবাই নিজ সংস্কৃতি বাদ দিয়ে বাংলা সহ অনান্য ভাষায় কথা বলছে। তবে ভুলে গেলে হবে না এটা আমাদের সংস্কৃতি । এটাকে ধরে রাখতে হবে ।
ভাষা এবং সংস্কৃতি সংরক্ষণে বছরে দু-একটি উদ্যোগ দেখা যায় । চা শ্রমিকরা মনে করেন আমাদের কিছু উদ্যোগের পাশাপাশি বিলুপ্ত প্রায় এই ভাষা সংরক্ষণে সরকার যদি কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহন করে তাহলে এই ভাষাকে দীর্ঘদিন টিকিয়ে রাখা সম্ভব ।
গবেষকদের মতে, চা বাগান গুলোতে বিভিন্ন নিতাত্ত্বিক জনগোষ্ঠী বসবাস থাকলেও সংরক্ষণে নেই কার্যকর উদ্যোগ তাই হারিয়ে যাওয়ার আগেই এসব ভাষা সংরক্ষণের দাবী গবেষকদের।
প্রায় শতবছর বয়সী যমুনা প্রসাদ বলেন, এখন সবাই নিজ সংস্কৃতি বাদ দিয়ে অনান্য ভাষায় কথা বলছে। তবে ভুলে গেলে হবে না এটা আমাদের সংস্কৃতি । এটাকে ধরে রাখতে হবে ।
জেলা প্রসাশক মো:ইসরাইল হোসেন বলেন, এ নিয়ে আমাদের হাতে তথ্য আসলে আমরা ব্যবস্থা নিতে পারবো। বিষয়টি পর্যবেক্ষণ করে স্থানীয় ভাবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নিজস্ব ভাষা সংস্কৃতি সংরক্ষণের ব্যবস্থা করা যেতে পারে।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন