মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন শাহেদ আলী

মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন শাহেদ আলী

নিজস্ব প্রতিবেদক::

বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার ২০২৫-২৬ সেশনের নতুন করে আবারও আমীর নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার শাহেদ আলী।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত কর্মপরিষদ বৈঠকে নির্বাচিত আমীরদের নাম ঘোষণা করা হয়।

এর আগে গত ৪ অক্টোবর মৌলভীবাজার জেলার রুকন সম্মেলনে আমীর নির্বাচনে ভোট দেন জেলার সাড়ে ৪শতাধিক রুকন। আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মপরিষদ বৈঠকে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর হিসেবে ইঞ্জিনিয়ার শাহেদ আলীর নাম ঘোষণা করেন।

ইঞ্জিনিয়ার শাহেদ আলী ২০২৩-২৪ মেয়াদে প্রথমবারের মতো মৌলভীবাজার জেলা আমীর নির্বাচিত হন। ২০২৫-২৬ মেয়াদে আবারও রুকনদের ভোটে দ্বিতীয়বারের মতো আমীর নির্বাচিত হলেন তিনি।

জেলা জামায়াত সূত্রে জানা যায়, ইঞ্জিনিয়ার শাহেদ আলী ২০০৬ সালে জেলা জামায়াতের সেক্রেটারি নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০২২ সাল পর্যন্ত দীর্ঘ ১৬ বছর সেক্রেটারির দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। ছাত্র জীবন থেকে তিনি শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন। ছাত্রত্ব শেষ হলে তিনি জামায়াতের রাজনীতির সাথে যুক্ত হন।

মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামীর আলী জানান, ইঞ্জিনিয়ার শাহেদ আলী রাজনৈতিক জীবনে দীর্ঘ সংগ্রাম করেছেন। ২০২৩ সালে মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর দোয়া মাহফিল থেকে আমি এবং জেলা আমীরসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয় মিথ্যা মামলা দিয়ে। এরপর দীর্ঘ সাড়ে ৮ মাস কারাগারে কাটাতে হয়। সরকারের পতনের কয়েকদিন আগেও তাকে গ্রেপ্তার করে স্বৈরাচার সরকার। স্বৈরাচার পতনের পর দিন ৬ আগস্ট তিনি কারাগার থেকে মুক্ত হন।

তিনি জানান, গত ৪ অক্টোবর রুকন সম্মেলনে নারী রুকনসহ সাড়ে ৪শতাধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এখানে কেউ প্রার্থী হতে পারেন না। ভোটার নিজে পরে যাকে ইচ্ছে তাকে ভোট দিতে পারেন আমীর নির্বাচনের জন্য।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন