জুড়ীতে আল ইহসান ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

জুড়ীতে আল ইহসান ফাউন্ডেশনের আত্মপ্রকাশ


নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের জুড়ীতে সর্বস্তরের মানুষের জীবনযাত্রা এবং সুবিধাবঞ্চিত মানুষদের পাশে থাকার লক্ষ্যে আত্মপ্রকাশ পেল সামাজিক সংগঠন আল ইহসান ফাউন্ডেশন।

শনিবার (৫ অক্টোবর) কামিনিগঞ্জ বাজারের মডার্ন মেডিকেল সার্ভিসেস এর সভা কক্ষে সংগঠনের মতবিনিময় সভায় আব্দুল আহাদের সভাপতিত্বে আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মডার্ন মেডিকেল সার্ভিসেস পরিচালক ও আল ইহসান ফাউন্ডেশন সভাপতি মুজিবুর রহমান আজিজ।

এ সময় বক্তব্যে বক্তরা বলেন যে জুড়ী উপজেলার সর্বস্তরের মানুষের জীবনযাত্রা, শিক্ষা, চিকিৎসা ও আর্থ-সামাজিক উন্নয়নে অগ্রগতি নিয়ে আসার লক্ষ্যে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে থাকার লক্ষ্যে আল ইহসান ফাউন্ডেশের যাত্রা শুরু হয়েছে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসিডেন্ট জহিরুল ইসলাম সরকার, নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা সহকারি শিক্ষক মনচুর রশিদ পলাশ, শিক্ষক ফজলুর হক, শিক্ষক বারেক শাহী, শিক্ষক এরশাদ আলী, শিক্ষক আবুল হাশেম,শিক্ষক ফখরুল ইসলাম, ইন্জিনিয়ার জাকির হোসেন, শিক্ষক ফারুক আহমেদ, এডভোকেট ইকবাল, ব্লাড সোসাইটি পরিচালক হাবিবুর রহমান, শিক্ষক সাইফুল ইসলাম শাহী।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- সমাজসেবক নজরুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, আবু সালেহ মোহাম্মদ নাঈম, আসকর আলী, প্রবাসী মনুরুল ইসলাম, প্রবাসী কালাম। জুরী বাজারের ব্যবসায়ী রফিক আহমেদ, শহিদুল্লাহ কাউসার, বাবলু আহমেদ।

আল ইহসান ফাউন্ডেশন উপজেলার সর্বাধিক গ্রহণযোগ্য ও পরিচিত কতিপয় শিক্ষক, ইন্জিনিয়ার, চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী, প্রবাসী, নানা  পেশাজীবি ও সামাজিক মানুষ নিয়ে গঠিত হয়।

জুড়ীরসময়/মাহি/হোসাইন