এক দফা এক দাবি

এক দফা এক দাবি
নাজনীন রিয়া

আজ স্বপ্ন দেখছে দেশকে নিয়ে
লক্ষ কোটি জনতা,
যুগের পরে মিললো দেখা
এক নতুন স্বাধীনতা!

এক অদৃশ্য পরাধীনতায়
বন্দী ছিল দেশ,
কিছু বললেই জীবন পুরো
করে দিত শেষ!

নামে মাত্র  রাজনীতিতে
চলতো গনতন্ত্র
দলের প্রতি ভক্তি কর
এটাই ছিল মন্ত্র!

কি চায় দেশবাসীরা
কি চায় জনতা,
শুনতে নারাজ দেশীয় আমলা
দেখাতো তাই ক্ষমতা!

ক্ষমতার অপব্যবহার
ছাড়িয়ে ছিল মাত্রা
ভুলে গিয়েছিল নিজ
পরিচয় বায়ান্নের যাত্রা।

ছাত্র জনতা উঠলো ক্ষেপে
নাড়িয়ে দিল দেশ,,
আমজনতা দিল সাড়া
জনমত বাড়লো বেশ।

এক দফা এক দাবি
চললো দেশ জুড়ে
১৫ বছরের স্বৈরশাসন
১৫ দিনে ঘোরে!

লেখিকা: নাজনীন রিয়া, শিক্ষার্থী মৌলভীবাজার সরকারি কলেজ।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন