জুড়ীতে টিলা কেটে মাটি বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

জুড়ীতে টিলা কেটে মাটি বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

বিশেষ প্রতিবেদক::

মৌলভীবাজারের জুড়ীতে ব্যক্তিমালিকানাধীন একটি টিলা কেটে মাটি বিক্রি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। বুধবার বিকালে উপজেলার সাগরনাল ইউনিয়নের বড়ডহর এলাকায় এ অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে। অভিযান পরিচালনা করেন জুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার।

জানা যায়, দক্ষিণ বড়ডহর এলাকায় এক ব্যক্তির মালিকানাধীন ২৫ থেকে ৩০ ফুট উচ্চতার প্রায় ৩০ শতক আয়তনের একটি টিলা রয়েছে। কয়েক দিন ধরে ঐ টিলার মাটি কেটে বিক্রি করা হচ্ছিল। প্রতিদিনের মতো বুধবারও এ কাজ শুরু হয়। খবর পেয়ে বিকালের দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তারের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। টের পেয়ে এর আগেই টিলার কাটা স্থান গোবরের প্রলেপ দিয়ে ঢেকে রাখা হয়। অভিযানকালে বিষয়টি আদালতের নজরে পড়ে। এরপর টিলার মালিক ইউনুস আলীর ছেলে আফজাল হোসেনকে জরিমানা করা হয়। অভিযানকালে জুড়ী থানার পুলিশের একটি দলও উপস্থিত ছিল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার বলেন, টিলা কেটে মাটি বিক্রির দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে টিলার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের কাজ পুনরায় করলে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযান অব্যাহত থাকবে।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন