জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজারের জুড়ীতে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রবিবার (২০ অক্টোবর) সকালে স্থানীয় এক মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। 

ইসলামী ছাত্রশিবির জুড়ী উপজেলা শাখা সভাপতি জুয়েল আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি এমরান হোসাইন মনিয়ারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক ও জুড়ী-বড়লেখা সংসদীয় আসনের প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম। 

প্রধান আলোচক ছিলেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদ। 

বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মাও: আব্দুর রহমান, ছাত্রশিবিরের জেলা সভাপতি হাফিজ আলম হোসাইন, উপজেলা জামায়াতের আমীর হাফিজ নাজমুল ইসলাম, সেক্রেটারি মো. আজিম উদ্দিন, মৌলভীবাজার শহর শাখার সাবেক সভাপতি আশরাফুল ইসলাম, ইউসুফ মিয়া, মো: আব্দুল্লাহ।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন