জুড়ীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিজিবি’র উপ-মহাপরিচালক

জুড়ীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিজিবি’র উপ-মহাপরিচালক

বিশেষ প্রতিবেদক::

বিজিবি’র উপ-মহাপরিচালক ও সেক্টর কমান্ডার (শ্রীমঙ্গল) কর্ণেল এএইচএম ইয়াসীন চৌধুরী পিএইচডি মঙ্গলবার রাতে জুড়ী উপজেলার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেছেন।

সোনারূপা চা বাগানের দুর্গামন্দির পূজামন্ডপ পরিদর্শন শেষে তিনি মান্ডব কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন। এসময় সেক্টর কমান্ডার (শ্রীমঙ্গল) কর্ণেল এএইচএম ইয়াসীন চৌধুরী পিএইচডি বলেন, কোনরকম উদ্বেগ-আতংক ও অপ্রীতিকর ঘটনা ছাড়াই যথাযথ ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উদযাপনের লক্ষ্যে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি।

বিজিবির শ্রীমঙ্গল সেক্টরের আওতাধীন এলাকায় ১৮৩টি পূজামান্ডব রয়েছে। এগুলোর নিরাপত্তায় ২৩ প্লাটুন জনবল নিয়োগ করে বেইস ক্যাম্প করেছেন। পূজার সার্বিক নিরাপত্তা প্রদানে আমরা নিয়োজিত রয়েছি।দুর্গামন্দির কমিটির সভাপতি নারায়ন রুদ্র পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন রুদ্র পালের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন বিজিবি-৫২ ব্যাটালিয়ন (বিয়ানীবাজার) এর অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম, বড়লেখা প্রেসক্লাব সম্পাদক যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, বিজিবি-৫২ ব্যাটালিয়নের হাবিলদার রেজাউল করিম।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন