নিজস্ব প্রতিবেদক::
জানা যায়, শেখ হাসিনার সরকার পতনের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ব্যক্তি, রাজনৈতিক উসকানিমূলক ও বিভ্রান্তিকর বিষয়াদি পোস্ট করা হচ্ছিলো ওই আইডি থেকে। এতে অজ্ঞাত আইডি Jurir Somoy আইডি লিংক- https://www.facebook.com/profile.php?id=61561238716504&mibextid=ZbWKwL এর নামে জুড়ীরসময়ের ডেস্ক ইনচার্জ আবিদ হোসাইন বাদী হয়ে জুড়ী থানায় সাধারণ ডায়েরি করেন জিডি নং ১২৪১।
এবিষয়ে জুড়ীর সময়ের সম্পাদক আশরাফ আলী বলেন, আমাদের অনলাইন পোর্টালের নামে ফেক আইডি খুলে কে বা কারা অপপ্রচার চালাচ্ছে, এতে আমাদের পাঠকদের বিভ্রান্তিতে পড়তে হচ্ছে। উক্ত অজ্ঞাত ব্যক্তির আইডির নামে আমরা থানায় জিডি করেছি, আমরা আশাবাদী দ্রুত কুচক্রী মহল বেরিয়ে আসবে। এবং আমি আমাদের পাঠকদের উদ্দেশ্যে বলব, জুড়ীরসময় সর্বদা সত্য প্রচারে আপোষহীন। জুড়ীরসময় সাধারনের হয়ে কথা বলে, আমাদের নাম ব্যবহার করে কেউ অপপ্রচারে করলে আপনারা তাতে কান দিবেন না।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন