নিজস্ব প্রতিবেদক::
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের হলরুমে কলেজের শিক্ষার্থী ও জুড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়বৃন্দ নিবন্ধ পাঠ করেন। এতে নিবন্ধ পাঠ করেন ওসমান গনি, রিয়াদুল ইসলাম সুফিয়ান, হাসানুজ্জামান শোয়েব, আব্দুর রব, টিআর রাজিন, সায়মন খান, এমদাদুল বারী রাফী, সুবিক রুদ্রপাল।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা বক্তব্যে ১৯৫৮ সালে আইয়ুব খান সরকারের আমলে শিক্ষানীতি বাস্তবায়নে গঠিত শরীফ কমিশন এবং ১৯৬২ সালে সেই কমিশনের প্রতিবেদনের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনসমূহের বিস্তারিত আলোচনা করেন এবং গভীর শ্রদ্ধার সহিত সে-সকল আন্দোলনে ঢাকায় শহীদ মোস্তফা, মামুন, ওয়াজিউল্লাহকে এবং টঙ্গীতে শহীদ হওয়া শ্রমিক সুন্দর আলীকে স্মরণ করেন। বক্তব্যে তারা সার্বিকভাবে সহযোগিতার জন্য কলেজের অধ্যক্ষ মহোদয়সহ সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে ধন্যবাদ জানান।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন