যেকোন সময় ভাঙতে পারে মনু প্রতিরক্ষা বাঁধ

যেকোন সময় ভাঙতে পারে মনু প্রতিরক্ষা বাঁধ

নিজস্ব প্রতিবেদক::

ভারত থেকে নেমে আসা উজানের ঢল ও টানা বৃষ্টিতে যেকোন সময় মনু নদী প্রতিরক্ষা বাঁধ ভেঙে যাবার আশংকা করছেন সংশ্লিষ্টরা।

বুধবার (২১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরে মাইকিং করে সতর্ক করছেন সংশ্লিষ্টরা। যেকোন সময় ভাঙতে পারে শহর প্রতিরক্ষা বাঁধ। তাই শহরের দোকানগুলোর পণ্য সামগ্রী নিরাপদ স্থানে নিতে বলা হচ্ছে। এরই সাথে যারা বাসাবাড়িতে নিচ তলায় অবস্থান করছেন শিশু ও বয়স্কদের নিয়ে নিরাপদ আশ্রয় উঠার জন্য মাইকিং করে বলা হচ্ছে।

পানি ধীরে ধীরে প্রবেশ করা প্রতিরক্ষা বাঁধের সাথের এম সাইফুর রহমান রোডটি বন্ধ করে দিয়েছে প্রশাসন। রোডের পাশে প্রতিরক্ষা বাঁধে বালুর বস্তা দিচ্ছেন রেড ক্রিসেন্ট, স্বেচ্ছাসেবক ও দোকান মালিক-শ্রমিক এবং সাধারণ জনতা।

এদিকে বন্যা ক্ষতি থেকে বাঁচতে পৌর শহরের পশ্চিম বাজারের দোকানগুলো থেকে ট্রাক সহ বিভিন্ন গাড়িতে করে পণ্য সামগ্রী সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। রাতে প্রশাসন থেকে সতর্ক করার পর পণ্য সামগ্রী সরিয়ে নিতে দেখা যায়।

রাফসান নামের একজন জানান, মৌলভীবাজার শহরের তরুণ সমাজ, বিভিন্ন সংগঠন, রেড ক্রিসেন্ট, এবং সিনিয়র ও জুনিয়র ভাইয়েরা মিলে কাজ করতেছি। সরকারি বালু যেগুলো আসতেছে সেগুলো বস্তায় ভরে আমরা প্রতিরক্ষা বাঁধে দিচ্ছি। আমরা যেকোন ঝুঁকি মোকাবেলায় প্রস্তুত আছি। তিনি শহর রক্ষার এই কাজে সকলকে এগিয়ে আসার জন্য আহবান জানান।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ জাবেদ ইকবাল বলেন, মৌলভীবাজার শহর প্রতিরক্ষা বাঁধ ঝুঁকির মধ্যে রয়েছে। প্রতিনিয়ত মনু নদীতে পানি বাড়ছে। তাই যেকোন ঝুঁকি মোকাবেলায় আমরা প্রস্তুতি নিচ্ছি। এবং শহরের বাসিন্দদের সতর্ক করছি।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন